এসএসি পরীক্ষা ২০২২ কত নাম্বার পেলে কত গ্রেড,
নতুন নিয়মে আয়োজন করা হবে ২০২২ এসএসি পরীক্ষা।তাছাড়া, শিক্ষামন্ত্রনালয় থেকে পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ করা হয়েছে। ২০২২ এসএসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
তার মধ্যে রয়েছে, পরীক্ষার নাম্বার : এবারে ১০০ নাম্বার এর পরীবর্তে পরীক্ষা হবে তার অর্ধেক নাম্বারে।আবার, পরীক্ষার সময় করা হয়েছে ৩ ঘন্টা থেকে ২ ঘন্টা। যেখানে শিক্ষার্থীরা বহুনির্বাচনির জন্য সময় পাবে ২০মিনিট এবং ১ঘন্টা ৪০ মিনিট সময় পাবে সৃজনশীলের জন্য।
শিক্ষামন্ত্রনালয় থেকে জানানো হয়, এবারে চারটি বিষয়ে পরীক্ষা হবে না
যে বিষয়গুলো পরীক্ষা হবে না তা হলো :
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ধর্ম ও নৈতিক শিক্ষা
বিজ্ঞান
তাছাড়া, চলতি বছরের ২০২২ এসএসি পরীক্ষার এই বিষয়গুলো মুল্যায়ন করা হবে জেএসসি রেজাল্টের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে।
এবারে মানবিক,ব্যাবসা এবং বিজ্ঞান
বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে
সর্বমোট 9 টি বিষয়ে।
এসএসি পরীক্ষায় ব্যবহারিক বিষয়গুলোর প্রশ্ন হবে 75 নাম্বারের উত্তর দিতে হবে মাত্র 45 নাম্বার। যার মধ্যে সৃজনশীল প্রশ্ন হবে 30নাম্বার এবং 15 নাম্বারের হবে বহুনির্বাচনী।
যে পরীক্ষাগুলো 45 নাম্বারে হবে :
পদার্থ বিজ্ঞান
রসায়ন
জীববিজ্ঞান
উচ্চতর গণিত
কৃষিশিক্ষা
গার্হস্থ্য অর্থনীতি
আর বাকি সব বিষয়গুলোর পরীক্ষা হবে 100 নাম্বারের কিন্তু উত্তর দিতে হবে 55 নাম্বার।
যে পরীক্ষাগুলো 55 নাম্বারে হবে :
বাংলা প্রথম পত্র
বাংলা দ্বিতীয় পত্র
গণিত
পৌরনীতি
ইতিহাস
অর্থনীতি
ভূগোল
ব্যবসায় উদ্যোগ
হিসাব বিজ্ঞান
ফিন্যান্স ও ব্যাংকিং
শুধু মাত্র ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্রের
পরীক্ষা হবে 100 নাম্বারের পরীবর্তে 50
নাম্বারে।
পরীক্ষায় কত নাম্বারে কত গ্রেড তা নিচে উল্লেখ করা হলো :
যে বিষয়গুলো 45 নাম্বারে পরীক্ষা হবে তার গ্রেড নিচে তুলে ধরা হলো :
যে বিষয়গুলো 55 নাম্বারে পরীক্ষা হবে
তার গ্রেড নিচে তুলে ধরা হলো :
যে বিষয়গুলো 50 নাম্বারে পরীক্ষা হবে তার গ্রেড নিচে তুলে ধরা হলো :
আরো জানুন👇



