জীবন বীমা কি

 

বীমা

বর্তমানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবন বীমা নিয়ে সজাগ। তবে অনেকের মাঝে বীমা নিয়ে বিভিন্ন রকম ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে বীমা হলো এক ধরনের বিনিয়োগের স্থান যেখানে মানুষ টাকা জমা রাখে এবং ভবিষ্যতে সেই টাকা সুদ হিসেবে তুলে নেয়।

 কিন্তু মনে রাখবেন বীমা কখনো সুদের মাধ্যমে আয় করার উপায় নয়। এখানেই মানুষ বীমা ও ডিপোজিটের মধ্যে পার্থক্য বুঝতে ভুল করে।

তবে মনে রাখা উচিত বীমা হলো ভবিষ্যতে কোন ক্ষতির বিনিময়ে ভালো পরিমাণ টাকা পাওয়ার মাধ্যম। তাই বীমা সরাসরিভাবে কোন টাকা না দিলেও ভবিষ্যতে আপনার জীবনে ঘটতে পারা বিভিন্ন ক্ষতি বা সমস্যার বিনিময়ে টাকা দিবে। 

তবে সকলে পরিপূর্ণভাবে জানতে চায় জীবন বীমা কি এবং জীবন বীমা কেন করে ও জীবন বীমা করলে কি লাভ? আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। চলুন আগে জেনে নি…

বীমা কি

বীমা হলো এমন একটা মাধ্যম যেখানে মানুষ প্রতি মাসে বা বছরে একটি বীমা কোম্পানিকে প্রিমিয়াম বা নির্ধারিত করা টাকা রাখে এবং যে কোনো বিপদ-আপদে ওই বীমা কোম্পানির পক্ষ থেকে সাহয্য বা অধিক পরিমাণে টাকা পায়।

333

বীমা কত প্রকার

বীমা অনেক প্রকার তবে মানুষ যে প্রকারগুলো বেশি করে তা নিচে তুলে ধরা হলো:-

  • জীবন বীমা
  • স্বাস্থ্য বীমা
  • সাধারণ বীমা
  • দূর্ঘটনা বীমা
  • ভ্রমন বীমা
  • ঘরের বীমা
  • অগ্নী বীমা
  • সম্পত্তি বীমা


Note:- বীমা সাধারণত দুই প্রকার হয়ে থাকে :- জীবন বীমা সাধারণ বীমা। যে বীমাগুলো জীবন বীমাগুলোর মধ্যে পড়ে না সেগুলোকে সাধারণ বীমা বলে।


জীবন বীমা কি

জীবন বীমা হলো এমন এক ধরনের বীমা যেখানে একজন ব্যক্তি একটি বীমা কেম্পানিকে নিয়মিত প্রিমিয়াম জমা দেয়। যেন ভবিষ্যতে যে কোন বিপদ, দূর্ঘটনা বা মৃত্যুর পরে তার পরিবারকে ভালো পরিমাণে টাকা দেয়।

বীমা প্রিমিয়াম কি

বীমা নেওয়ার পর আপনি মাসে মাসে বা বছরে বীমা কোম্পানি কে যে টাকা প্রদান করবেন ওটাকেই প্রিমিয়াম বলে।


জীবন বীমা কেন প্রয়োজন

জীবন বীমা করা প্রয়োজন। কারণ এটা এমন একটা বীমা এখানে যার নামে বীমা করা হবে।  তার মৃত্যুর পর তার পরিবারকে একটি নির্ধারিত পরিমাণ টাকা দেওয়া হবে।

শেষ কথা:- আশা করি আপনারা বুঝতে পেরছেন জীবন বীমা কি এবং জীবন বীমা কেন প্রয়োজনজীবন বীমা করলে কি লাভ। যদি আপনারা কোন বিষয় না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

(🌹ধন্যবাদ🌹) 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url