লাইকি থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
বর্তমানে শর্ট বা ছোট ভিডিও ছেড়ে ইনকাম করার মতো বিভিন্ন অ্যাপস আছে। তার মধ্যে সবচেয়ে উন্নতমানের অ্যাপ হলো টিকটক এবং লাইকি। কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় এটা আমরা জেনেছি কিন্তু কিভাবে লাইকি থেকে ইনকাম করা যায় এটা আমাদের অজানা। টিকটক ও লাইকি দুটো শর্ট ভিডিওর অ্যাপ হলেও ইনকাম করার দিক থেকে পুরোপুরি ভিন্ন।
আজকে আমরা জানতে চলেছি কিভাবে লাইকি থেকে লাইফটাইম ইনকাম করা যায় এবং লাইকি থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায়।
- likee crown
- Hashtag
- লাইভ ভিডিও
- অ্যফিলিয়েট মার্কেটিং
- স্পন্সার
- একাউন্ট বিক্রি
- likee crown
- Hashtag
- লাইভ ভিডিও
- অ্যফিলিয়েট মার্কেটিং
- স্পন্সার
- একাউন্ট বিক্রি
কিভাবে Crown ব্যবহার করে লাইকি থেকে ইনকাম করা
লাইকি একাউন্টে ফলোয়ার যাদের ফলোয়ার বেশি লাইকি এর পক্ষ থেকে তাদের crown (মুকুট) প্রদান করা হয়। আর এই মুকুট দ্বারা লাইকি তাদের ইউজারদেরকে টাকা দিয়ে থাকে।
১. K1 crown = আপনাকে প্রতি মাসে ৪০০ ডলার প্রদান করা হবে যদি আপনি k1 crown লাভ করেন।
২. k2 crown = লাইকি কোম্পানির পক্ষ থেকে প্রতিমাসে ২০০ ডলার প্রদান করবে যদি আপনি k2 crown লাভ করেন।
৩. k3 crown = আপনাকে প্রায় ৫০ ডলার প্রদান করা হবে যদি আপনি k3 crown লাভ করেন।
এক কথায় বলা যায় আপনি crownবা মুকুট অর্জন করে লাইকি থেকে ইনকাম করতে পারবেন। আপনার একাউন্টে যত বেশি ফলোয়ার হবে তত তাড়াতাড়ি আপনি crown বা মুকুট অর্জন করতে পারবেন। crown বা মুকুট অর্জন করে আপনি ভালো পরিমান টাকা লাইকি থেকে টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে Hashtag ব্যবহার করে ইনকাম করা যায়
কিভাবে লাইভ ভিডিও করে ইনকাম করা যায়
আপনারা হয়তো সবাই জানেন লাইকি অ্যাপে একটি ফিচার আছে যার নাম লাইভ। এই ফিচার এর মাধ্যমে আপনি লাইভ ভিডিও করে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি প্রথমে লাইভ ভিডিও করে ইনকাম করতে পারবেন না।
লাইকি কোম্পানির একটা রুলস আছে যে, আপনি তখনই লাইভ ভিডিও করতে পারবেন যখন আপনার একাউন্টের লেভেল ৩৫ হবে।
লাইভ ভিডিও করে ইনকাম করার জন্য আপনাকে প্রতিদিন লাইভে আসতে হবে এবং আপনার দর্শকরা যা চাই তা আপনাকে করতে হবে। তারা আপনার লাইভ দেখে আপনাকে উপহার দিবে আর এই উপহারগুলো আপনি ডলারে কনভার্ট করে তুলে নিতে পারবেন।
এভাবেই আপনি লাইভ ভিডিও করে লাইকি থেকে টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাইকি থেকে ইনকাম করা যায়
আপনি চাইলে আপনার লাইকি একাউন্টে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি তা যদি আপনি না জানেন তাহলে আজকে জেনে নিন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে দেওয়া। যদি আপনি তাদের পণ্য বিক্রি করে দেন তাহলে তারা আপনাকে কমিশন দিবে। আর এটাকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে। যেমন:- আলিবাবা, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বালাদেশের জন্য বিশেষ করে দারাজ। আপনি চাইলে এগুলোর অ্যাফিলিয়েটে যোগ দিয়ে লাইকির মাধ্যমে ইনকাম করতে পারেন। এ পদ্বতি অবলম্বন করে আপনি ভালো পরিমাণ টাকা লাইকি থেকে টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে স্পন্সার করে লাইকি থেকে ইনকাম করা যায়
বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে স্পন্সারশীপ এর প্রচলন অনেক বেশি দেখা যায়। বিভিন্ন কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রচার বৃদ্দি করার জন্য টিকটক ও লাইকি ব্যবহার করে থাকে।
এসব কোম্পানিগুলো ওইসব ইউজারদের খুজে যারা খুব ভালো কন্টেন্ট তৈরি করে এবং যাদের ফলোয়ার বা জনপ্রিয়তা বেশি।
যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনার ভালো পরিমাণ ফলোয়ারস থাকে তাহলে আপনি স্পন্সারশীপ নিয়ে লাইকি থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি লাইকিতে স্পন্সারশীপ করে মাসে ১০০ থেকে১০০০ ডলার ইনকাম করতে পারবেন।
কিভাবে একাউন্ট বিক্রি করে লাইকি থেকে ইনকাম করা যায়
আপনি টিকটকের মত লাইকি একাউন্ট বিক্র করে ইনকাম করতে পারবেন। বর্তমানে মার্কেটপ্লেসে ভালো পরিমাণ ফলোয়ারস এবং এক্টিভ ইউজার আছে এই রকম একাউন্ট এর চাহিদা প্রচুর রয়েছে।
লাইকি একাউন্ট বিক্রি করার জন্য দুইটি সাইট রয়েছে।
শেষ কথা:- আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লাইকি থেকে টাকা ইনকাম করা যায় এবং লাইকি থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায়।
এক কথায় বলতে গেলে টিকটক এর চেয়েও লাইকি থেকে ইনকাম করা অনেক সহজ।
(🌹ধন্যবাদ🌹)
আরো পড়ুন👇
➡️ কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়
