ফেসবুক পেজ মনিটাইজ করার নিয়ম

 

ফেসবুক

বর্তমানে ফেসবুক শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়।  এখানে বিভিন্ন উপায়ে এখন ইনকাম করা যায়। তার জন্য আপনি জেনে নিতে পারেন কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। 

কেউ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আবার কেউ পেজ খুলে নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে ইনকাম করছেন। ফেসবুক পেজ থেকে আয় করা যায় লাখ লাখ টাকা। তার জন্য ফেসবুক পেজটি মনিটাইজ করতে হবে।

এক কথায় মনিটাইজ হচ্ছে, আপনার কন্টেন্ট বা ভিডিওর মধ্যে এড দেখাবে। যার মাধ্যমেই আপনার ইনকাম হবে। এই নিয়মে আপনি ফেসবুক থেকে বেশি পরিমাণ এবং লাইফটাইম ইনকাম করতে পারবেন। 


ফেসবুকে পেজ মনিটাইজ করার শর্ত

ফেসবুকের দেওয়া নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমে ১০ হাজার ফলোয়ার সংগ্রহ করতে হবে। আপনাকে নিয়মিত আপনার কন্টেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে।
৩মিনিটের ছোট ভিডিওগুলোর ভিউ গণনা করা হয় না। তাই ভিডিওর ভিউ বাড়াতে এবং ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে প্রতিটি ভিডিও ৩ মিনিটের চেয়ে বড় করে ছাড়া উচিত। 
এক মিনিটের কম সময় দেখা  ভিডিওগুলোর ওয়াচটাইম গণনা করা হয় না। যে ভিউয়ার আপনার ভিডিও ১ মিনিটের বেশি সময় ধরে দেখে শুধুমাত্র তার ওয়াচটাইম গণনা করা হবে। 
এভাবে আপনাকে ৩ মাসের মধ্য ৩০ হাজার ওয়াচটাইম সংগ্রহ করতে হবে।

* আপনার কন্টেন্ট অবশ্যই ফেসবুক এলজিবিলিটি মানদন্ড বা স্টান্ডার্ড অনুযায়ী হতে হবে। 

*  আপনার ফেসবুক পেজটি অবশ্যই ঐ দেশগুলোর মধ্যে হতে হবে যেসব দেশে ফেসবুকে বিজ্ঞাপন দেখানো হয়। 


কিভাবে ফেসবুক পেজ মনিটাইজ এর আবেদন করব

* প্রথমে আপনার পেজ এর হোম এ যান তারপর সেখানে একটা অপশন দেখবেন যার নাম মনিটাইজ।

* মনিটাইজ অপশনে ক্লিক করলে আপনার যতগুলো পেজ আছে সবগুলোর তালিকা দেখাবে। এবার আপনি যেই পেজের কন্টেন্টন মনিটাইজ করতে চান সেই পেজটি ক্লিক করুন। 

* তারপর আপনার পেজটি মনিটাইজ এর যোগ্য কিন তা দেখতে পাবেন। যদি আপনার পেজটি মনিটাইজ এর যোগ্য হয় তাহলে পাশের সবুজ বৃত্তটি বড় করে দেখাবে এবং লেখা থাকবে Congratulations!  your page is ready to earn money.

আপনার পেজে যদি কোন সমস্যা থাকে তাহলে পাশে থাকা হলুদ বৃত্তটি বড় করে দেখাবে।   আর যদি পেজের পাশে লাল বৃত্তটি বড় করে দেখায় তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ এর যোগ্য নয়।

*আপনাকে আরো কিছু ধাপ পার করতে হবে।  আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য যেমন,  নাম, ঠিকানা, ইমেইল সহ  সেখানে দিতে হবে।যদি পুরো পক্রিয়া শেষ হয় তাহলে আপনার ফেসবুক পেজটি ফেসবুক এর দ্বারা মনিটাইজ হবে। 


শেষ কথা:- আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক পেজ মনিটাইজ করার নিয়ম এবং জানতে পেরেছেন ফেসবুক মনিটাইজ করার শর্ত। যদি আপনি কোন বিষয় না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

(🌹ধন্যবাদ🌹)

আরো জানুন👇

➡️ কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়

➡️ কিভাবে টিকটক থেকে ইনকাম করা যায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url