কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায়

 

টিকটক

টিকটক এর মাধ্যমে  ইনকাম করার বিভিন্ন উপায় রয়েছে। বিশ্বের মধ্যে অসংখ্য ক্রিয়েটর টিকটকের মাধ্যমে নিজেদের জিবীকা নির্বাহ করছেন। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তবে আপনি টিকটককে আপনার আয়ের প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার টিকটক একাউন্টে যথেষ্টে পরিমান ফলোয়ার ও ভিউস থাকলে আপনি প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

 আজকে আমরা জানতে চলেছি কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় এবং টিকটক থেকে সহজে ইনকাম করার উপায় সম্পর্কে।

কিভাবে টিকটক ক্রিয়েটর ফান্ড থেকে ইনকাম করা যায়

টিকটক ক্রিয়েটর ফান্ড হলো টিকটকে প্রোগ্রাম। যার মাধ্যমে ভালে ক্রিয়েটরদের পুরস্কৃত করে। আপনার ভিডিওতে যত বেশি এনগেজমেন্ট থাকবে টিকটক আপনাকে তত বেশি পুরস্কার দিবে। যদি আপনি টিকটক বিজ্ঞাপন থেকে ইনকাম করতে চান তাহলে আপনার ভিডিও যত বেশি পারেন এনগেজিং করে ছাড়বেন কারণ টিকটক কোম্পানি বিজ্ঞাপন দিওয়ার আগে ভিডিওর এনগেজিং দেখে। চপনি যদি এই ধরনের ভিডিও বানাতে পারেন তাহলে আপনি টিকটক ফান্ড থেকে ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে শেষ ৩০ দিনে আপনার ভিডিওতে কমপক্ষে ১ লক্ষ ভিউস আনতে হবে।  এভাবে আপনি ভালো পরিমাণ টাকা টিকটক থেকে ইনকাম করতে পারবেন।

কিভাবে টিকটকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়

আপনি চাইলে আপনার টিকটক একাউন্টে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি তা যদি আপনি না জানেন তাহলে আজকে জেনে নিন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোন কোম্পানি বা কোন প্রতিষ্টানের পণ্য বিক্রি করে দেওয়া। তাদের পণ্য বিক্রি করে দিলে তারা আপনাকে কমিশন দিবে। আর এটাকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে।  যেমন:- আলিবাবা, অ্যামাজন, ফ্লিপকার্ট, এবং বিশেষ করে বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা হলো দারাজ। আপনি চাইলে এগুলোর অ্যাফিলিয়েটে যোগ দিয়ে টিকটকের মাধ্যমে ইনকাম করতে পারেন।

টিকটকে কিভাবে আর্টিস্ট প্রোমট করে ইনকাম করা যায়

বর্তমানে দেশের আর্ট ইন্ডাস্ট্রিরা অনেক হাইপে আছে। যার ফলে তাদের শিল্পকর্ম ভাইরাল করার উদ্দেশ্যে টিকটকের দিকে ঝুকছে তারা। বর্তমানে আর্ট ভাইরাল করার অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে টিকটক। তাই টিকটক থেকে টাকা ইনকামের অন্যতম মাধ্যম হলো আার্ট বা শিল্পকর্ম প্রোমট করা।

কিভাবে টিকটকে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করা যায়

আপনি চাইলে টিকটকে আপনার বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারেন।ভিডিওতে পণ্যের বিজ্ঞাপন দেওয়া সহজ। তাছাড়া পণ্যের ভিডিও দেখলে মানুষ পণ্যগুলো কিনতে চাই কারণ ভিডিওতে পণ্যের সব ডিটেলস বা তথ্য দেওয়া থাকে। তাই আপনি আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও করে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন।

কিভাবে টিকটকে স্পন্সর করে ইনকাম করা যায়

যে কোন সোশ্যাল মিডিয়ার মতো টিকটকেও আপনি স্পন্সার করে ইনকাম করতে পারবেন। স্পন্সার কি তা যদি আপনি না জানেন তাহলে আজকে জেনে নিন, স্পন্সার হলো অন্য কোন কোম্পানির ভালো দিকগুলো আপনার ভিডিওতে তুলে ধরে মানুষকে কেনার জন্য উদ্যোগী করে তুলা। যদি কোন কোম্পানি আপনাকে তাদের প্রেডাক্ট নিয়ে স্পন্সার করতে বলে তাহলে আপনাকে তারা তার জন্য ওরা আপনাকে যে টাকা দিবে তা হলো স্পন্সার করে ইনকাম।এভাবেই আপনি টিকটকে স্পন্সার করে ইনকাম করতে পারবেন।


কিভাবে টিকটক একাউন্ট বিক্রি করে ইনকাম করা যায় 

বর্তমানে টিকটক একাউন্টের প্রচুর চাহিদা রয়েছে। তাই টিকটক একাউন্টে প্রচুর ফলোয়ার বাড়িয়ে একাউন্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। বর্তমানে লাইক এবং ফলোয়ার যুক্ত একাউন্টের চাহিদা অনেক বেশি। তাই বলা টিকটক একাউন্ট বিক্রি করে ইনকাম করা যায়।

শেষ কথা :- আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় এবং টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়। যদি আপনারা কোন বিষয় না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। (🌹ধন্যবাদ🌹)


আরো পড়ুন👇

➡️ কিভাবে লাইকি থেকে ইনকাম করা যায়

➡️কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়

➡️কিভাবে পেসবুক পেজ মনিটাইজ করে ইনকাম করা যায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url